• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৩, সময়ঃ রাত ০৯:০৩

গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ রবিবার (১৩ আগস্ট) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হেসেন চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, ৬১ বিজিবির অধিনায়ক শেখ মো. মুজাহিদ মাসুদ পিএসসি, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের  সভাপতি কে.এম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ। 

এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

সভায় গাইবান্ধার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকল্পে বাজার মনিটরিং, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ, চোরা চালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।