- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৩-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১৫
গাইবান্ধা জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আওতাধীন রোগী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. মাহবুব হোসেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, পুনর্বাসন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, প্রচার সম্পাদক রকিবুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ এনামুল হক টুটুল, সদস্য সাংবাদিক গোবিন্দলাল দাস, প্রতাপ ঘোষ, ডা: তাহেরা আকতার মনি, ডা: শামসুজ্জোহা, ডা: রশিদুল হাসান বকুল, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, আবু মো. সুফিয়ান, জিয়াউল হক জনি প্রমুখ।
সভায় জানানো হয়, গত ৯ মাসে সমিতির তহবিল থেকে ৭৭৯ জন রোগীদের চিকিৎসা সহায়তাদানের লক্ষ্যে ৭ লাখ ৮২ হাজার ৩৬৫ টাকা মূল্যের ওষুধ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
এছাড়া সভায় নতুন সদস্য সংগ্রহ অভিযান জোরদার করা, যাকাতের অর্থ সংগ্রহে জনগণের প্রতি আহবান জানানো এবং রোগীদের সেবাদান সহজলভ্য করার জন্য কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।
পরে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। এতে পদাধিকার বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. মাহবুব হোসেনকে সভাপতি, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো. রুহুল আমিনকে সহ-সভাপতি এবং সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন শাহকে সাধারণ সম্পাদক করে সমিতির নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।