• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

গাইবান্ধা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন কার্যক্রম চালানো হয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘সুশীল’ প্রকল্পের গাইবান্ধা সিএসও হাব-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক। এসময় সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক কুমার চক্রবর্তী, ‘সুশীল’ প্রকল্পের গাইবান্ধা সিএসও হাবের সভাপতি ও ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খান, ‘সুশীল’ প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মেহেদী হাসান, হাবের কোষাধ্যক্ষ ও নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি সালাহউদ্দীন কাশেমসহ হাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের (বিওয়াইও) স্বেচ্ছাসেবীরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে।

পরিচ্ছন্নতা শেষে অংশগ্রহণকারীরা হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা।