• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

গাঁজার গাছসহ গ্রেপ্তার একজন



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলা পশ্চিম সিচা ঠনঠনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের দুটি গাঁজার গাঁছসহ আবুল কাশেম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। দীর্ঘদিন থেকে কাশেম গাঁজার চাষ করে আসছিল। এছাড়া তিনজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে। তারা হলেন সাদা মিয়া, হাফিজ উদ্দিন ও জহুরুল মন্ডল।  

থানার পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান, আসামির কাশেমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গতকাল বৃহস্পতিবার জেল হাজতে পাঠানে হয়েছে।