• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১-২০২৬, সময়ঃ সন্ধ্যা ০৬:০৭

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাঘাটায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাঘাটায় দোয়া মাহফিল—ছবি: মাধুকর।

জয়নুল আবেদীন, সাঘাটা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারী) দুপুরে সাঘাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সিনিয়র যুগ্ন-আহবায়ক আব্দুল মঈন প্রধান লাবু, ফজলুল করিম চান্দু, অ্যাডভোকেট সাহাদুল আলম, উপজেলা জিয়া পরিষদের যুগ্ন-আহবায়ক জাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সিরাজুল ইসলাম প্রমুখ।