• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২১

কোচাশহর শিল্পনগরী কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্রের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। কলেজ গভনিং বডির সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিতে ও কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক নুরনবী আকন্দ লাইজু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল, যুবলীগ নেতা রবিউল ইসলাম শামীম, সমাজ সেবক দবির উদ্দীন,  মুক্তিযোদ্ধা জবেদ আলী, সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, মহিলা আওয়ামী লীগের জেলা সদস্য নুরজাহান বেগম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান রুবেল, কোচাশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইয়ুব হোসেন রুবেল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম মুরাদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী, দ্বিতীয় বর্ষের ছাত্র ত্বাকী হাসান মুরাদ, নুরে জান্নাত জিনিয়া, নবীন ছাত্র সাব্বীর রহমান প্রমুখ।