• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:১৫

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন এসকেএস প্রির্ন্টাসের 



নিজস্ব প্রতিবেদক ►

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলো এসকেএস প্রির্ন্টাসের। বৃহস্পতিবার রাতে শনিমন্দির রোডস্থ এসকেএস প্রিন্টার্স কার্যালয়ে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়। ২০১৮ সালে এদিনে এসকেএস প্রিন্টার্স আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করেন।

শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, এসকেএস ফাউণ্ডেশনের সোস্যাল এন্টারপ্রাইজের কো-অটিনেটর আবু সাঈদ সুমন, পাবলিক রিলোশন অফিসার আশরাফুল আলম, মোদাচ্ছেরুলজ্জামান শিলু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন এসকেএস প্রিন্টার্স ম্যানেজার মো: তাওহিদুর রহমান, একাউন্টস অফিসার মো: শিমুল সরকার, মো: রোকনুজ্জামান, গাজী আল আরমান, মো: সাইফুল ইসলাম, মো: শফিকুল ইসলাম, মো: শাহারুল ইসলাম, মো: মুছা মিয়া, শামিম মিয়াসহ প্রেসে কর্মরত সকল স্টাফবৃন্দ। পরে অতিথিবৃন্দ কেক কাটেন।