- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১২-২০২২, সময়ঃ রাত ০৭:৫০
কুড়িগ্রামে বড়দিন উদযাপন
কুড়িগ্রাম প্রতিনিধি ►
বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও শিশুদের উপহার দেওয়াসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৫টি চার্চে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
রোববার (২৫ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম রিভার ভিউ স্কুল মোড়ে কুড়িগ্রাম ইশায়ী ফেলোশিপ চার্চে আয়োজিত অনুষ্ঠানে বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইদুল আরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অ্যাপোজেল মিসেস লায়লা সরকার, পাস্টর শিমিয়ন সরকার, ইভানজেলিস্ট ইমরান সরকার, রোমান ইমতিয়াজ, সিনথিয়া সাবরীন, সালাউদ্দিন বিশ্বাস, সঞ্চিতা নন্দী, লুইস বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এরিক নন্দি।