• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৯

কুড়িগ্রামে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ-মানববন্ধন



কুড়িগ্রাম প্রতিনিধি ►

কুড়িগ্রামে মোবাইল ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সমবায় মার্কেটের ব্যবসায়ীরা। অবিলম্বে অভিযুক্ত ছাত্রলীগের সাবেক নেতা আকাশকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সমবায় ব্যবসায়ী সংগঠন।  

গত ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে সমবায় মার্কেটের সম্মুখে পানের দোকানদার শহিদুলকে থাপ্পর মারে ছাত্রলীগের সাবেক নেতা আকাশ। পরে ঘটনাটি দেখে ব্যবসায়ী সাদ্দাম হোসেন এর প্রতিবাদ করে এবং পানের দোকানদারের কাছে ক্ষমা চাইতে বললে আকাশ নামের ওই যুবক বের হয়ে এসে বিকেলে ১৫/২০জনের একটি হেলমেট পরিহিত সংঘবদ্ধ দুর্বৃত্তকে নিয়ে মার্কেটে প্রবেশ করে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারপিট করে। পরে ঘটনাটি জানাজানি হলে ব্যবসায়ীরা কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি করে।

এরই প্রেক্ষিতে  ৪ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে কুড়িগ্রাম সমবায় মার্কেটের সম্মুখে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করলে পুলিশ অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ব্যবসায়ী মহল অবরোধ প্রত্যাহার করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-ব্যবসায়ী নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন লাইজু ও ফিরোজ সরকার ।