- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৪-২০২৩, সময়ঃ দুপুর ০১:২৮
কুড়িগ্রামে ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে ঢাকাস্থ কুড়িগ্রাম সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক অনিককে সংবর্ধনা
কুড়িগ্রাম প্রতিনিধি ►
আল্লামা ইকবাল অনিককে ঢাকাস্থ কুড়িগ্রাম সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় কুড়িগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৫ এপ্রিল (মঙ্গলবার) রাত ৮টায় ইউনাইটেড প্রেস ক্লাব হলরুমে ক্লাবের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিনিয়র চিকিৎসক আলহাজ্ব বেলাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক বিশিষ্ঠ সমাজসেবক মোস্তাফিজুর রহমান সাজু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি মাসুম বিল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ঢাকায় প্রতিনিধিত্ব করা কুড়িগ্রাম সাংবাদিক সমিতি অবহেলিত কুড়িগ্রামের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ সাধনে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ঢাকাস্থ কুড়িগ্রাম সাংবাদিক সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আল্লামা ইকবাল অনিক বলেন-কুড়িগ্রামকে এগিয়ে নিতে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাবো। এজন্য প্রয়োজন কুড়িগ্রামের সকল সাংবাদিকদের সহযোগিতা।
তিনি আরো বলেন, কুড়িগ্রামের সাংবাদিক মহল আমাকে সংবর্ধনা দেয়ায় সত্যি আমি অভিভূত এবং কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।