• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১১-২০২২, সময়ঃ সকাল ০৯:৩৫

কুমিল্লায় আজ বিএনপির গণসমাবেশ



মাধুকর ডেস্ক ►

আজ শনিবার কুমিল্লা টাউন হল মাঠে দলটির অষ্টম গণসমাবেশ। তবে অন্যান্য সমাবেশের থেকে এটি অনেকটাই ব্যতিক্রম। এবার ডাকা হয়নি কোনো পরিবহন ধর্মঘট, দেওয়া হয়নি কোনো বাধা। ফলে এ সমাবেশ ঘিরে দলীয় নেতাকর্মীর মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল টাউন হল মাঠ। মিছিল-স্লোগান ও মাইকিংয়ে মুখর নগরী। গত বৃহস্পতিবার বিচ্ছিন্নভাবে নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করলেও শুক্রবার সকাল থেকেই স্রোত নামে। এ মাঠেই দুপুরে পৃথক দুটি জামাতে দলীয় নেতাকর্মীরা জুমার নামাজ আদায় করেন। অনেকেই খাবার খেয়েছেন সমাবেশস্থলে। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কুমিল্লার সবক'টি উপজেলা থেকেই নেতাকর্মী সমাবেশস্থল ও নগরীর বিভিন্ন স্থানে সমবেত হন।

দলীয় সূত্র বলছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ বেশকিছু দাবিতে সিরিজ সমাবেশ করছে বিএনপি। আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, নেতাকর্মী নিজ নিজ এলাকার পে স্থান দখলের চেষ্টা করছেন। দুপুর থেকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল আসতে থাকে। তবে বিকেল সাড়ে ৪টার মধ্যেই মাঠ পূর্ণ হয়ে যায়। সমাবেশস্থল ও আশপাশের এলাকা লোকে-লোকারণ্য হয়ে পড়ে। বিকেল ৫টার দিকে হলুদ গেঞ্জি ও কমলা রঙের টুপি পরে লাকসাম বিএনপির দুই শতাধিক নেতাকর্মী টাউন হল মাঠে প্রবেশ করতে গিয়ে দেখেন, মাঠে জায়গা নেই। আবদুল লতিফ নামে এক বিএনপি কর্মী বলেন, এত আগে এসেও দেখি এখন মাঠে স্থান নেই। দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুন্সী বলেন, দুপুরে সমাবেশস্থলে এলে হয়তো বসার জায়গাটুকুও পেতাম না। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকব, রাতে খাওয়ার ব্যবস্থা করেছেন নেতারা।