- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৪
কিশামত দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ►
স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকমোরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক শুক্রবার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, খোর্দ্দকোমরপুর ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, এ্যাড. আনোয়ারুল আজিম, আজাদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা শ্খাাওয়াত হোসেন, সারোয়ার রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পথ সভায় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে তৃণমুল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। জরুরী সেবা কার্যক্রম বৃদ্ধির জন্য জেলা ও উপজেলা পর্যায়ে হাসপাতাগুলোতে অ্যাম্বুলেন্স, ঔষুধসহ বিভিন্ন উপকরণ বরাদ্দ দেয়া হয়েছে।