• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০৬

কাল গাইবান্ধায় জামায়াতের কর্মী সম্মেলন, লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি



নিজস্ব প্রতিবেদক►

আগামীকাল (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) গাইবান্ধায় হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। এ কর্মী সম্মেলনে প্রায় লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের ডেভিট কোম্পানি পাড়ায় দলটির জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা আমির আব্দুল করিম। 

এসময় তিনি জানান, দলের বার্ষিক পরিকল্পানার অংশ হিসেবে প্রতিবছরই কর্মী সম্মেলন করতে হয়; তারই অংশ হিসেবে এ সম্মেলন। এ সম্মেলনে ১ লাখ ২৫ হাজার লোক সমাগমের লক্ষ্য রয়েছে। সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।

কর্মী সম্মেলন সফল করতে এসময় সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।