- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:৪০
কাজলঢোপ এলাকায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় রিনা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (১০ ডিসেম্বর) গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের কাজলঢোপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিনা বেগম সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর (বসনিয়াপাড়া) গ্রামের ছবুল হকের স্ত্রী।
স্বজনরা জানান, ছবুল হকের বাড়িতে রাখা গাভীর দুধ কুকুড়ে পান করে। এই দুধ তার স্ত্রী রিনা বেগম অজান্তে পান করে। এরপর সন্দেহ হওয়ায় তার ভাতিজা সোহেল মিয়ার মোটরসাইকেল যোগে গাইবান্ধা সদর হাসাপাতালে ভ্যাকসিন নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাদের ধাক্কা দেয়। এসময় সোহেল ও রিনা বেগম ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রিনা বেগমকে মৃত্যু ঘোষণা করে। রিনা বেগমের ছেলে সবুজ মিয়া এঘটনাটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি ধরেনি তিনি।