- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪০
কাঁচামরিচ আমদানি শুরু হিলি বন্দর দিয়ে
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার সততা বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠান ৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করে।
হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের তথ্য মতে, ২০২২ সালের ২৪ আগস্ট সরকার ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ঘোষণা করে। এর ফলে কাঁচামরিচের দাম বাড়তে থাকে। সম্প্রতি সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। আমদানির শুরুর সঙ্গে সঙ্গে হিলি বাজারে দাম কমেছে কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত। রোববার কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০-২২০ টাকা কেজি।
হিলি উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী ইউসুফ আলী বলেন, এখন পর্যন্ত হিলি স্থলবন্দরের ৫ আমদানিকারক প্রতিষ্ঠান ১ হাজার ৯০০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির জন্য এলসি করেছে। এছাড়াও এক আমদানিকারক প্রতিষ্ঠান ৫০০ মেট্রিক টন টমেটো আমদানির জন্য এলসি করেছে।
হিলি বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা বাণিজ্যলয়ের স্বত্বাধিকারী বাবলু রহমান বলেন, সরকার অনুমতি দেওয়ায় আবারও আমদানি শুরু হয়েছে। সোমবার কিছু কাঁচামরিচ দেশে এসেছে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসব মরিচ আমদানি করা হয়েছে। তবে কাঁচামরিচ আমদানিতে প্রতি কেজিতে ৩৬ টাকা শুল্ক দিতে হয়েছে। কাঁচামরিচ আমদানির েেত্র শুল্ক কমানোর দাবি জানান তিনি।
হিলি স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ বলেন, সরকার অনুমতি দেওয়ায় ১০ মাস পর হিলি বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। যেহেতু কাঁচামরিচ পচনশীল পণ্য, সেহেতু দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে বন্দর কতৃপ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে।