- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৯
কম্বল পেয়ে খুশি ওরা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
নাম ছয়নার বেওয়া ও ফরিদা বেওয়া। বয়স ৬৮ বছর পেরিয়ে গেছে দুই জনের। দুই জনের সর্ম্পক প্রতিবেশি বোন। ওদের বাড়ি গাইন্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামে। গত এক সপ্তাহ ধরে উপজেলার উপর দিয়ে প্রবাহিত হিমেল হাওয়া, ঘন কুঁয়াশা এবং হাড় কাঁপানো ঠান্ডায় ওরা মানবেতর জীবন যাপন করছিল।
শনিবার উপজেলার উত্তর রাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আত্মমানবতার সেবায় ক্লাব নটরডেমিয়ান্স ঢাকা ও স্থানীয় সংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণের খবর পেয়ে ছুঁটে আসে ওরা দুই বোন। স্থানীয় জাতীয় পাটির নেতা ইঞ্জিনিয়ার এটিএম মাহবুব আলম শাহিনের সহযোগিতায় দুই জন দুটি কম্বল পেয়ে যান। কম্বল পেয়ে ওরা দুই বোন মহাখুশি।
বয়স ৬৫ বছর পার হয়ে গেছে তাদের দাবি, কোনদিন তারা সরকারি রিলিফ ও কম্বল পায় নাই বলে জানান ছযরান বেওয়া ও ফরিদা বেওয়া। এমপি শামীম আমাদেরকে কম্বল দিছে আল্লাহ তার ভাল করবে। হামরা তার জন্য দোয়া করব। এই ঠান্ডাত কেউ হামার ঘরক দেখবার আসে নাই। ঠান্ডাত কম্বল পেয়ে তারা খুশি।
আত্মমানবতার সেবায় ক্লাব নটরডেমিয়ান্স ঢাকার প্রতিনিধি আব্দুল্লাহ আল আসাদুজ্জামান স্বপন জানান, নটারডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে পরিচালিত ক্লাবটি। বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গে সাধ্য মোতাবেক সহায়তা করেন ক্লাবটি। এমপি শামীমের সাথে তাঁর এলাকায় এসেছি দেখার জন্য। এলাকার লোক তাকে ভীষণ ভালবাসে। আমার বিশ্বাস এভাবে অসহায় মানুষের প্রতি তাঁর সহায়তা অব্যাহত থাকলে সে আরও বড় স্থানে যেতে পারবে।
ধোপাডাঙ্গা ইউনিয়নের জাতীয় পাটির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এটিএম মাহাবুব আলম শাহিন জানান, পল্লী এলাকার অসহায় মানুষগুলো সামন্য সহায়তা পেলেই মহাখুশি হয়ে যায়। কিন্তু আমরা যারা জনপ্রতিনিধি তারা আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে চাই না। দুযোর্গে সকলের সহায়তার হাত বাড়িয়ে দেয়া উচিত। এমপি শামীম প্রতিবছর সহায়তা প্রদান করে থাকেন। ধোপাডাঙ্গা ইউনিয়নে ৩ হাজার অসহায় শীতার্ত পরিবারকে কম্বল বিতরণ করেছেন তিনি।