• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০২

কবি রজতকান্তি বর্মনের জন্মদিন উদযাপিত



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা রিপোর্টার্স ইউনিটি গতকাল শনিবার সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, কবি রজতকান্তি বর্মনের জন্মদিন উদযাপন করেছে।

সার্কুলার রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে রজতকান্তি বর্মনের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁকে ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে তাঁর শুভ কামনা করেন গাইবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেজাউন্নবী রাজু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি জিয়াউল হক কামাল, সাধারণ সম্পাদক কবি-আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু, ফটো সাংবাদিক কুদ্দুস আলম, মানবাধিকার কর্মী-আদিবাসী নেতা গোলাম রব্বানী মুসা, কবি পিটু রশিদ, সমাজকর্মী বিপ্লব প্রসাদ, সাংবাদিক অপু রোমিও প্রমুখ। 

এছাড়াও সাংস্কৃতিক কর্মী রিফাত জাহান ও ছোট কাগজ ‘শঙ্খচিল’ এর সম্পাদক তেপান্তর জাহীর পৃথকভাবে রজতকান্তি বর্মনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।