• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৭

ওয়ানডে বিশ্বকাপের প্রচারণায় শাহরুখ খান



মাধুকর ডেস্ক►

শুরু হয়ে গেল বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রচারণা। একদিনের ক্রিকেটের উন্মাদনা সবার কাছে পৌঁছে দিতে আসরের ৭৭ দিন আগে নতুন ভিডিও প্রকাশ করলো আইসিসি। বিশ্বকাপের প্রচারে মূখ্য ভূমিকা নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। 

সত্যিকারের আনন্দকে একদিনের ক্রিকেটের সাহায্য সবার মাঝে ছড়িয়ে দিতেই এমন প্রচারণা বলে জানান আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। বিশ্বমানের প্রতিযোগিতা উপহার দিয়ে সবাইকে চমকে দিতে চান বিসিসিআই সচিব জয় শাহ। আসরের সফল আয়োজন নতুন প্রজন্মের মাঝেও ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াবে বলেও আশা তার।

৫ অক্টোবর আহমেদাবাদে শুরু হবে বিশ্বকাপের ১৩তম আসর। তার আগে আটঘাট বেধে প্রচারণায় নেমেছে আয়োজক ভারত। বিশ্বকাপের প্রচারের নাম দেয়া হয়েছে 'ইট টেক্স ওয়ান ডে'। গোটা বিশ্বের সমর্থকদের একটি সূত্রে গাঁথার কারণেই এমন নাম দেয়া হয়েছে। 'নবরস', অর্থাৎ একটি ক্রিকেট ম্যাচ দেখার সময়ে যে ন'টি আবেগ প্রকাশিত হয় সমর্থকদের, সেটি তুলে ধরেছে আইসিসি।