• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৩-২০২৩, সময়ঃ সকাল ১০:২৬

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত



নিজস্ব প্রতিবেদক ►

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে গাইবান্ধায় আজ মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল  ৯টায় পৌর পার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। 

এ সময় উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার কামাল হোসেন , পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি  আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণ করেন। 

এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পুষ্পমাল্য অর্পণ করেন।

এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোকসজ্জা, শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত।