- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৯-৬-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৮
এসকেএস’র ওয়াশ’ কর্মসূচি পরিদর্শনে পূর্ব আফ্রিকার ৪টি দেশের কান্ট্রিডিরেক্টর
নিজস্ব প্রতিবেদক ►
রুয়ান্ডা, তানজানিয়া, ইথিওপিয়া এবং উগাণ্ডা দক্ষিণ আফ্রিকার এই চারটি দেশের ওয়াটারএইড এর কান্ট্রি ডিরেক্টরগণ এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়িত ’ওয়াশ’ কর্মসূচি পরিদর্শন করেন।
শিখন বিনিময়ের অংশ হিসেবে ১৮ - ১৯ জুন ২০২৩ নীলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত ওয়াশ কার্যক্রম পরিদর্শনে অংশগ্রহণ করেন রুয়ান্ডার কান্ট্রি ডিরেক্টর মি.মরিজ কেজিরা, তানজানিয়ার মিস এ্যানা টেংগা মিজিংগা, ইথিওপিয়ার মি. ইয়াকুব মেতেননা মেগেরো এবং উগাণ্ডার মিস জেনে মেসেলে সেমবাচু।
পূর্ব আফ্রিকা ওয়াটারএইড-এর আঞ্চলিক পরিচালক মিস. ওলুতায়ো আদেজেকো–এর নেতৃত্বে এই পরিদর্শন কর্মসূচিতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. খায়রুল ইসলাম এবং এসকেএস ফাউণ্ডেশনের উপ-নির্বাহী প্রধান ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান।
দুইদিন ব্যাপী অনুষ্ঠিত শিখন-পরিদর্শনে পূর্ব আফ্রিকার ওয়াটারএইড প্রতিনিধিগণ ১৮ জুন ২০২৩ নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভায় এসকেএস ফাউণ্ডেশন ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে বাস্তবায়িত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা (FSM) এবং গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী এস.এম.বি আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শকদল ১৯ জুন ২০২৩ তারিখে সদর উপজেলার বাদিয়াখালী স্টেশন আলিম মাদ্রাসায় স্থাপিত সমন্বিত স্যানিটেশন কমপ্লেক্স (Inclusive Sanitation Complex) ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ স্থাপিত ওয়াশ ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনসহ ফুলছড়ি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে মত বিনিময় করেন।
এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেন পরিদর্শক দল। এসসময় স্থানীয় জনগোষ্ঠীসহ প্রতিষ্ঠানের নিজস্ব তত্তাবধানে এবং তহবিলে ওয়াশ ব্যবস্থাপনা চলছে বলে জানান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। ওয়াশ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানগুলোর দক্ষতা তাদেরকে মুগ্ধ করেছে বলে জানান সফরত পূর্ব আফ্রিকা ওয়াটারএইড প্রতিনিধিগণ।