- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪২
এসকেএসের ‘রাইজিং ফর রাইটস’ প্রকল্পের পরিকল্পনা সভা
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধায় দক্ষিণ এশিয়ায় নিরাপদ পানি ও স্যানিটেশন বিষয়ক অ্যাডভোকেসি নেটওয়ার্ক Freshwater Action Network South Asia (FANSA)- এর বাংলাদেশ চ্যাপ্টার FANSA-Bangladesh এর Rising for Rights for Strengthening Civil Society Network to Achieve SDG 6 (Rising for Rights) প্রকল্পের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
FANSA-Bangladesh -এর সচিবালয় এসকেএস ফাউন্ডেশন-এর সহযোগিতায় আজ (বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের ভি-এইড রোডে অবস্থিত সৈয়দ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে গাইবান্ধা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হানিফ সরদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী বক্তব্য দেন। এসময় প্রকল্পের অগ্রগতি ও আগামী অর্থবছরের পরিকল্পনা উপস্থাপন করেন রাইজিং ফর রাইটস প্রকল্পের অ্যাডভোকেসি স্পেশালিস্ট শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নে জড়িত গাইবান্ধা পৌরসভার নগর সমন্বয় কমিটির (TLCC) সদস্য, রাইজিং ফর রাইটস প্রকল্পের নারী ফোরাম, ওয়াশ মনিটরিং টিম, বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যসহ অন্যান্য অংশীজনরা উপস্থিত ছিলেন।