• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১২-২০২৩, সময়ঃ রাত ০৮:১২

এসকেএস ফাউন্ডেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



নিজস্ব প্রতিবেদক►

“অন্যায়ের প্রতিবাদ থেকেই এসকেএস ফাউন্ডেশন-এর জন্ম এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার আদায়ই এসকেএস ফাউন্ডেশন-এর লক্ষ্য” বলে জানিয়েছেন এসকেএস ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন। 

শুক্রবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাচ্যুয়ারি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

রাসেল আহম্মেদ লিটন বলেন, নানা চড়াই–উৎরাই পেরিয়ে এসকেএস ফাউন্ডেশন স্থানীয় পর্যায় থেকে এখন জাতীয় পর্যায়ে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে দেশের ৮টি বিভাগে সুবিধাবঞ্চিত মানুষের সংস্থা হতে পেরেছে- এটাই এসকেএস ফাউন্ডেশন-এর জন্মের স্বার্থকতা।”

এসকেএস প্রতিষ্ঠানিক রুপ ধারণ করে এখন এটি জনগণের সংস্থায় উপনীত হয়েছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “আগামীতে এসকেএস ফাউন্ডেশন-কে যারা নেতৃত্ব দেবেন, তাদের সাহসী হতে হবে এবং এই সাহস আসবে জনসাধারণের কাছ থেকে, তাদের সততা ও ন্যায়নিষ্ঠা থেকে।”

গাইবান্ধায় এসকেএস ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন এসকেএস ফাউন্ডেশন-এর কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মোছা. পারভীন আক্তার। তিনি বলেন, “এসকেএস ফাউন্ডেশন- এর উত্থান অন্য যেকোনো প্রতিষ্ঠান ও ব্যক্তির জন্য অনুপ্রেরণার। এসকেএস ফাউন্ডেশন শুধু নিজে সমৃদ্ধ হয়নি, অন্যদেরকে সমৃদ্ধ করেছে। এসকেএস ফাউন্ডেশন-এর সবাই একযোগে এক উদ্দেশ্যে কাজ করেছে বলেই এটি সম্ভব হয়েছে।” 

প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন এসকেএস ফাউন্ডেশন-এর ঢাকা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানে স্মৃতিচারণসহ এসকেএস ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত, প্রার্থনা ও কেক কাটা হয়।