• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৫-২০২৪, সময়ঃ রাত ০৭:০৭

এসকেএস ফাউন্ডেশনের বিশ্ব তামাকমুক্ত দিবস পালন



নিজস্ব প্রতিবেদক  আজ ৩১ মে ২০২৪ বিশ্ব তামাকমুক্ত দিবস। "তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির আওতায় গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করেছে।  দিবসটি উপলক্ষ্যে গাইবান্ধা পৌরসভার পশু হাসপাতাল রোডে কৈশোর ক্লাবের কিশোর-কিশোরী ও মেন্টরদের অংশগ্রহণে ব্যানার ও তামাকের ক্ষতিকর দিক সম্বলিত ফেস্টুনসহ মানববন্ধন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরিবেশের উপর তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবু বক্কর সিদ্দিক স্বপন। কৈশোর ক্লাবের কিশোর-কিশোরী ও মেন্টরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মানব বন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে তামাকমুক্ত পরিবেশ সুস্বাস্থ্যের বাংলাদেশ বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।