- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৫-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:৪০
এসকেএস ফাউণ্ডেশনের জাতীয় শোক দিবস পালন
মোদাচ্ছেরুজ্জামান মিলু►
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবারে এসকেএস ফাউণ্ডেশন নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবস পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন।
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জালি নিবেদন, বিভিন্ন স্থানে ব্যানার ঝুলানো, স্কুলভিত্তিক আলোচনা, বৃক্ষ রোপন কর্মসূচি, স্বাস্থ্যসেবা প্রদান, রেডিও এবং পত্রিকায় জীবনধর্মী আলোচনা এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা কলেজ রোডস্থ এসকেএস ফাউণ্ডেশনের প্রধান কার্যালয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক মো. সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনা করেন অনুষ্ঠানের ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খোকন কুমার কুন্ডু, ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপপরিচালক খন্দকার জাহিদ সারওয়ার সোহেল,অ্যাডমিন ডিমার্টমেন্টের উপপরিচালক মোফাখ্খারুল ইসলাম, পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর আশরাফুল আলম, জেন্ডার, চাইল্ড প্রোটেকশন অ্যান্ড সেভ গার্ডিং ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর উম্মে কুলসুম ইলা, ট্রেনিং ডিপার্টমেন্টের সহ.সমন্বয়কারী মোদাচ্ছেরুজ্জামান মিলু ও মঞ্জুশ্রী দাশ, কমিউনিকেশন অফিসার প্রদীপ রায় এবং ফাইন্যান্স অফিসার ফাতেমাতুজ্জোহরা।
এছাড়াও বঙ্গবন্ধুর ওপর সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করেন এইআর অফিসার লাবণী আক্তার। আলোচকগণ বঙ্গবন্ধুর আদর্শ ও জীবনী, তাঁর ত্যাগ, দেশপ্রেমসহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে তাঁর কীর্তি নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে ১৫ই আগস্ট তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন এসএমএপি ম্যানেজার মো. হারুন অর রশীদ।