- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৮
এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক ফজলুপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উচুঁকরণ কার্যক্রম উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক ►
ইউএসএ আইডিএর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়নাধিন সৌহার্দ্য III ডিআরআর প্রোগ্রামএর আওতায় মাঙ্গলবার ”চর কোঁচখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” মাঠ উচুঁ করণ কার্যক্রমে লেবার ওপি আইসিও রিয়েন্টেশন এবং মাটির কাজের শুভ উদ্ধোধন করেন ৭নং ফজলুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনছার আলী মন্ডল।
এসকেএস ফাউণ্ডেশন বাস্তবায়নাধিন সৌহার্দ্য III ডিআরআর প্রোগ্রামএর আওতায় প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালীকরণ ও সহনশীলতা বৃদ্ধিকরণ এবং জীবন, জীবিকা ও সম্পদ রক্ষার জন্য দুর্যোগের পূর্বাভাস, প্রস্তুতি এবং সাড়া প্রদানের কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭নং ফজলুপুর ইউপি সদস্য ফাতেমা বেগম, মোঃ মহির উদ্দিন ও মোছাঃ নিপা রানী, কেয়ার বাংলাদেশ এর সেল্টার এন্ড সেটেলমেন্ট স্পেসালিস্ট হাসিব মীর, চর কোঁচখালী সঃপ্রাঃ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ জাফরুল ইসলাম, এসকেএস ফাউণ্ডেশন এর সৌহার্দ্য III প্লাস ও ডিআরআর প্রোগ্রাম এর এপিএম (এফএন্ডও) আমানুল্লাহ নুরী এবং সৌহার্দ্য III ডিআরআর প্রোগ্রাম এর প্রোগ্রাম অফিসার (ডিআরআর) মোঃ জহুরুল ইসলামসহ আরো অনেকে।
৭নং ফজলুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনছার আলী মন্ডল বলেন যে, এসকেএস ফাউণ্ডেশন ও কেয়ার বাংলাদেশ এর কার্যক্রম প্রশংসার দাবিদার। অত্র ইউনিয়নবাসির উন্নয়নের সার্থে এই কর্মসূচির সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সার্বিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রোগ্রামের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানান।