• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:১১

এবারে রংপুর বিভাগীয় লেখক পরিষদ সম্মাননা পদক পাচ্ছেন গাইবান্ধার অমিতাভ দাশ হিমুন



নিজস্ব প্রতিবেদক ►

রংপুর বিভাগীয় লেখক পরিষদ সম্মাননা পদক ২০২২ পাচ্ছেন গাইবান্ধার বিশিষ্ট কবি সাহিত্যিক গীতিকার সাংবাদিক এবং বাচিক শিল্পী, অমিতাভ দাশ হিমুন। আগামী ১ ডিসেম্বর রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনে একযুগ পুর্তি অনুষ্ঠানে রংপুর টাউন হলের মঞ্চে বাংলা একাডেমির মহা-পরিচালক জাতিসত্তার কবি নূরুল হুদা এ সম্মাননা পদকটি প্রদান করবেন। উক্ত সম্মেলনে ৮ জেলার কবি সাহিত্যিক গন উপস্থিত থাকবেন। আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা ও সনদপত্র করবেন।