- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৭-২০২৩, সময়ঃ সকাল ১০:৩২
এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে-ফকরুল
মাধুকর ডেস্ক ►
বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার রাতে।
ঈদের পর বিএনপি এক দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের কথা বলেছিল। সেই এক দফা হচ্ছে নির্দলীয় নিরপে তত্ত্বাবধায়ক সরকারের দাবি। এরই পরিপ্রেেিত এবার চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হবে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক। এরপর গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে অতি শিগগির আমাদের সিদ্ধান্ত ঘোষণা করবো। আন্দোলনে সব মানুষ সম্পৃক্ত হবে এবং জনগণ তার অধিকার আদায় করে নেবে।
এসময় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জাগপার খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জানতা পার্টির সুকৃতি কুমার ম-ল প্রমুখ।