• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-১০-২০২৩, সময়ঃ রাত ০৯:৩৩

এফএনবি’র রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক►

ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)’র রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টেবর) সকালে গাইবান্ধা সদর উপজেলার এসকেএস ইন রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। এফএনবি’র উদ্যোগে আয়োজিত এ সভায় সহযোগিতা করে এসকেএস ফাউণ্ডেশন।

মতবিনিময় সভায় অতিথি ছিলেন ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশ (এফএনবি)’র চেয়ারম্যান ও ব্যুরো বাংলাদেশের নির্বাহী প্রধান মো. জাকির হোসেন, এফএনবি’র নির্বাহী সদস্য ও এসকেএস ফাউণ্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন, এফএনবি’র সদস্য ও RANI নির্বাহী পরিচালক মো. ফজলুল হক খান এবং এফএনবি’র সমন্বয়কারী নিমাই চাঁদ মন্ডল।

এছাড়াও রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও গাইবান্ধা জেলার এফএনবি’র প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রতিনিধিগণ ক্ষুদ্র এনজিওদের জন্য অর্থ সংস্থানের বিষয়ে মতামত প্রদান করেন। সেইসাথে তাদের সমস্যা, সম্ভাবনা ও কর্মসূচি প্রস্তাবনা এফএনবি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেন। পরে এফএনবি’র চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এনজিও’র সমস্যা সমাধানে বিভিন্ন দিক তুলে ধরেন। সেইসাথে আগামী দিনে এফএনবি’কে আরও সক্রিয় করে এনজিও প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তিনি এফএনবি নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে আরও বেশি সক্রিয় করার প্রতি গুরুত্বারোপ করেন।