- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৮
উপজেলা কৃষকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকে অব্যাহতি
সুন্দরগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কৃষকলীগ সভাপতি আতাউর রহমান সরকার ও সাধারন সম্পাদক বকুল বিশ্বাসকে স্ব-স্ব পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে। পাশাপাশি সহ-সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদকে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যদের অভিযোগ ও ভুমিহীনদের মাঝে ভুমি ও ঘর দেয়া, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা প্রদানের নামে অর্থ হাতিয়ে নেয়া অভিযোগ এবং বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশে দলের ভামুর্তি ক্ষুর্ণ হওয়ার কারণে তাদেরকে দল হতে অব্যাহতি প্রদান করেছেন জেলা কৃষকলীগ।
জেলা কৃষকলীগ কমিটির সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক ও সাধারন সম্পাদক দীপক কুমার পাল কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় কমিটির সিন্ধান্ত মোতাবেক তাদের স্বাক্ষরিত গত ১ মে তারিখের এক চিঠিতে সংগঠনের ভাবমুর্তি অক্ষুর্ণ রাখার স্বার্থে বাংলাদেশ কৃষকলীগ গঠনতন্ত্রের ২৯ এব (খ), ২৪ (ক) (গ) (ছ) এবং ২০ এর (খ) ধারার অংশ বিশেষ প্রযোগে তাদেরকে সংগঠন হতে অব্যাহতি প্রদান করে। সেই সাথে তদন্ত কমিটি গঠন ও আগামি সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দাখিলের জন্য বলা হয়েছে।
জানা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের কৃষকলীগ সভাপতি জসিম উদ্দিনের মাধ্যমে সোনারায় ইউনিয়নের অসহায় ও দিনমজুর ১৩টি পরিবারের কাছ থেকে মুজিব শতবর্ষের ভুমিহীনদের মাঝে ভুমি ও ঘর দেয়ার নামে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নেয় বকুল বিশ্বাস। এছাড়া উপজেলা বেলকা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি লাইলী বেগমের মাধ্যমে শিশু ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্দী ভাতা ও ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ গ্রহন করে। জসিম উদ্দিন ওই টাকা আদায়ের জন্য বৃহস্পতিবার পৌর শহরের কাঠালতলী মোড় হতে বকুল বিশ্বাসকে আটক করেছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
সোনারায় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জসিম উদ্দিন জানান, বকুল বিশ্বাস বিভিন্ন সময় ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের তার বাসায় ডেকে বিভিন্ন প্রকল্প দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। সে দীর্ঘদিন হতে টাকা ফেরত না দিয়ে টালবাহানা করে আসছিল।
উপজেলা কৃষকলীগ সভাপতি আতাউর রহমান সরকার জানান, তাকে হেয় প্রতিপন্ন করার মানসে আওয়ামীলীগের কিছু সংখ্যক নেতা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে সংগঠন হতে বহিস্কারের চেষ্টা করছে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু জানান, তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে। ইতিমধ্যে জেলা কৃষকলীগ তাদের দুই জনকে সাময়িক ভাবে সংগঠন হতে অব্যাহতি প্রদান করেছে ।
জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক দীপক কুমার পাল জানান কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে তাদের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।