• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৩-২০২৫, সময়ঃ দুপুর ০২:৫০

ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা



মাধুকর ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের দিন সকাল ৯টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টাঅধ্যাপক মুহাম্মদ ইউনূস ঈদের জামাতে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানিয়েছেন, আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে হবে। এই জামাতে নারীদেরওনামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।

জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন, প্রধান জামাতে ৩৫ হাজার মুসল্লিরনামাজের ব্যবস্থা করা হয়েছে। কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাতহলেও যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করা যায়, সেই ব্যবস্থাও করা হয়েছে। জামাত শেষে তিনটি ফটক দিয়ে মুসল্লিরা ঈদগাহ মাঠ ত্যাগ করতে পারবেন বলেও জানান তিনি।