• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৫

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে সরকার পাড়া ও বাহিরবন নামক এলাকার মাঝামাঝি স্থানে দোলনচাঁপা এক্সপ্রেসে অজ্ঞাত এই নারী ট্রেনে কাটা পড়ে। পরে স্টেশনের জিআরপি পুলিশ মরদেহটি উদ্ধার করেন। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর।

এ ঘটনায় ঘটনাস্থল সরকার পাড়া এলাকার লাইনের ধারে মানুষজন ভীড় করছে। বিষয়টি সম্পর্কে স্টেশন মাস্টার আবুল কাশেমের সাথে কথা বললে তিনি মুঠো ফোনে বলেন, নাম পরিচয় পেলে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।