• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৩

ইজিবাইক উল্টে প্রাণ গেল শিশুর



সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি►

নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইক উল্টে দিপু চন্দ্র (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় ঢেলাপীর-তারাগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দিপু জিয়ার বাজার সংলগ্ন ডাক্তারপাড়া এলাকার মানিক চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় ইজিবাইক চালককে স্থানীয়রা আটক করলেও পরে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি। তার নাম লালন। সে পার্শ্ববর্তী কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাঁশতলীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

মানিক চন্দ্র জানান, বাড়ি সংলগ্ন সড়কের পাশে পতিত এক জমিতে বাধা গরু- ছাগল বাধা ছিল। দিপু আমার সাথে সেই গরু-ছাগল দেখতে যায়। ফেরার সময় দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুত বেগে আসা একটি ইজিবাইক ব্রেক কষলে উল্টে দিপুর ওপর পড়ে। এতে সে মাথায় প্রচণ্ড আঘাত পায়। ফলে তার নাক ও মুখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়।

স্থানীয়দের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দিপুকে মৃত্যু ঘোষণা করে। ইজিবাইকের আঘাতে তার মাথার পিছনে স্কাল্প (হাড়) ভেঙে মগজে ঢুকে যাওয়ায় মৃত্যু হয়েছে।

সৈয়দপুর ১০০ শয্যা হাসতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা  বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। মাথার আঘাত গুরুত্বর হওয়ায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। এইকারণেই শিশুটি মারা গেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আমি জেলায় এক মিটিংয়ে আছি। বিষয়টি আমার জানা নেই। তবে বিষয়টি সম্পর্কে খোজ নিচ্ছি। ঘটনা সত্য হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।