• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:২৭

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস



মাধুকর ডেস্ক►

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দেশটির একটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইউক্রেন।

বিবিসি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে টুপোলেভ টু-২২ যুদ্ধবিমান পুড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান ধ্বংসের কিছু ছবি ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, নভোগোরোদ অঞ্চলের সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি বিমানের ক্ষতি হয়েছে। তবে বিমানটি যুদ্ধবিমান কিনা তা নিশ্চিত করেনি মস্কো। এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।

শব্দের চেয়ে দ্বিগুণ গতির এই যুদ্ধবিমান দূর থেকে হামলা চালানোর কাজে ব্যবহার করা হয়। ইউক্রেনের শহরগুলোতে হামলা চালাতে এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে রাশিয়া।

রাশিয়ার সামরিক অভিযানের জবাবে সম্প্রতি দেশটিতে পাল্টা অভিযান শুরু করে ইউক্রেন। এরই অংশ হিসেবে ড্রোন হামলা চালাচ্ছে দেশটির বাহিনী। গত কয়েক সপ্তাহে রাশিয়ার মস্কো ও কৃষ্ণসাগরে একের পর একে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।