- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:৫৭
আর হামাগুড়ি দিয়ে নয় নাহিদ এখন ঘুরবে হুইলচেয়ারে
নিজস্ব প্রতিবেদক ►
রামচন্দ্রপুর ইউনিয়ন বড় দূর্গাপুর গ্রামের বাসিন্দা রহুন আমিনও নার্গিস বেগমের ১০ বছরের সন্তান নাহিদ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী, অমানবিক জীবন যাপন করেছিলো। এতদিন শীত, গ্রীষ্ম, বর্ষা হামাগুড়ি দিয়েই কষ্টে জীবন চলে যাচ্ছিলো তার।
আমাদের আবেদনে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এলেন গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ সংগীত শিল্পী আমজাদ হোসেন দীপ্তি। তাঁর দেয়া অর্থ দিয়ে নাহিদকে হুইলচেয়ার সাথে কিছু গরম কাপড় দিয়ে এলাম। এই মানবিক কাজে অংশ নেন সাংস্কৃতিক জন প্রমতোষ সাহা, চুনি ইসলাম, শামীম খন্দকার, রেজাউল করিম মুন্না, বিপুল কুমার দাস, উন্নয়ন কর্মী হামিদা বানু রিক্তা ও রাইমা।