- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-১২-২০২৩, সময়ঃ সকাল ০৮:৪৮
আপনাদের জন্যই ২০ বছর পরও টিকে আছি, নয়নতারা
বিনোদন ডেস্ক ►
চলতি বছর অন্যতম ব্যবসা সফল সিনেমার অংশ তিনি। তাঁর অভিনীত অ্যাট লি কুমারের সিনেমা ‘জওয়ান’ এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। তবে এটা ছাড়াও চলতি বছর ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন অভিনেত্রী। এ উপলক্ষে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাক্কারে’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন নয়নতারা। এরপর গত দুই দশকে তামিল, তেলেগু, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। নয়নতারাকে দেখা গেছে বাণ্যিজক ও শৈল্পিক ঘরানার সিনেমায়। ব্যাপক জনপ্রিয়তার কারণে ভক্তরা তাঁকে ‘লেডি সুপারস্টার’ বলে ডাকেন।
ক্যারিয়ারের দুই দর্শক পূর্তি উপলক্ষে এক পোস্টে নয়নতারা লিখেছেন, ‘আপনাদের কারণেই ২০ বছর পর এখনো টিকে আছি। আপনারাই আমার ক্যারিয়ারের হৃৎস্পন্দন, আমার চালিকা শক্তি; একটু ঝিমিয়ে পড়লে আপনাদের কারণেই আবার জেগে উঠি।’
ভক্তদের ধন্যবাদ জানিয়ে নয়নতারা আরও লিখেছেন, ‘আপনাদের ছাড়া আমার এই ফিল্মি ভ্রমণ সম্পন্ন হতো না। তাই কাছের ও দূরের আমার সব ভক্তই আমার জন্য বিশেষ কিছু। আপনাকের কারণেই সিনেমা কেবল সিনেমা থাকে না, জাদুকরি কিছু একটা হয়ে ওঠে।’ ‘জওয়ান’ ছাড়াও চলতি বছর আরও দুটি দক্ষিণি সিনেমায় দেখা গেছে নয়নতারাকে। ২০২৪ সালেও মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি সিনেমা।
নয়নতারা বরাবরই নিজেকে প্রচারের আড়ালে রাখেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রায় দেন না। এমনকি ‘জওয়ান’-এর মতো সুপারহিট সিনেমার পরও তাঁর সাক্ষাৎকার পাওয়া যায়নি। হাজির হননি মুম্বাইয়ে ছবির সাফল্য উদ্যাপন অনুষ্ঠানেও। পেশাগত দিক থেকে গত কয়েক বছর মোটেও ভালো যায়নি দিশার। তবে ২০২৪ সাল তাঁর জন্য গুরুত্বপূর্ণ। আগামী বছর দিশা অভিনীত তিনটি ছবি মুক্তি পাবে।
যেভাবে নয়নতারা, আলিয়া আর ক্যাটরিনাকে হারিয়ে দিয়েছেন এই অভিনেত্রী চলতি বছরই তাঁর চলচ্চিত্রে অভিষেক। আর অভিষেকের পরেই বাজিমাত করেছেন। পরপর দুই সিনেমা সুপারহিট হওয়ার পথে। তাঁর অভিনীত দুই সিনেমা ব্যবসা করেছে ১ হাজার ৫০০ যেভাবে নয়নতারা, আলিয়া আর ক্যাটরিনাকে হারিয়ে দিয়েছেন এই অভিনেত্রী
ডায়ানা মরিয়ম কুরিয়ান থেকে ‘লেডি সুপারস্টার’ অভিনয়ে আসার আগে তিনি টিভি অনুষ্ঠান সঞ্চালনা করতেন। ২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাস্সিনাকারে’ দিয়ে সিনেমায় অভিষেক। এরপর গত দুই দশকে তাঁকে দেখা গেছে তামিল, তেলেগু।