- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-৫-২০২৩, সময়ঃ রাত ০৭:০৭
আঠারো দরিদ্র ও সুবিধাভোগীকে শিশুকভ্যান উপহার দিলেন গিনি এমপি
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮জন দরিদ্র ও সুবিধাভোগী ব্যক্তিদের মাঝে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি তার নিজস্ব অর্থায়নে মিশুক ভ্যান বিতরণ করেন। সোমবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে মিশুক ভ্যান বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী বাবলু মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ আহসান হাবীব রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক শাহরিয়াল এইচ বাপ্পি,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান সরকার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথের ভিটা এলাকার মোরশেদ মিয়া (৩০) বলেন, আমি দীর্ঘ দিন থেকে অটো ভাড়া নিয়া চালাচ্ছি। যা ইনকাম করতাম তা মালিককে দিয়ে অবশিষ্ট যা থাকতো, তা দিয়ে পরিবার চালানো খুবই কষ্টকর হয়ে যেত। এখন হুইপ গিনি আপা আমাকে মিশুকভ্যান দিল। এটা চালিয়ে অনেকটাই পরিবারের চাহিদা মিটাতে পারবো। আল্লাহ গিনি আপাকে ভালো রাখুন।