• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১০-২০২২, সময়ঃ সকাল ০৯:৫৩

আজ লক্ষ্মীপূজা



মাধুকর ডেস্ক ►
আজ রবিবার লক্ষ্মীপূজা। গাইবান্ধার হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে এই ধর্মীয় উৎসবটি উদযাপন করবে। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে হিন্দু সম্প্রদায় লক্ষ্মীপূজা উদযাপন করে থাকে।

হিন্দুবলম্বীদের বিশ্বাসমতে, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন পূজা গ্রহণ করতে। লক্ষ্মী দেবী সন্ত্ষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। তাই গাইবান্ধার সাত উপজেলাসহ প্রায় প্রতিটি বাঙালি হিন্দুর ঘরে ঘরে লক্ষ্মীপূজা করা হয়।