• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:১২

আজ রামসাগর এক্সপ্রেসের উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক►

দীর্ঘ ১১ বছর পর চালু হতে যাচ্ছে উত্তরাঞ্চলের এক সময়ের জনপ্রিয় ট্রেন রামসাগর এক্সপ্রেস। আজ মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নতুন এই যাত্রাপথের উদ্বোধন করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তার পরদিন অর্থাৎ ৩০ আগস্ট থেকে জনসাধারণের যাতায়াতের জন্য চালু হবে ট্রেনটি।

জানা গেছে, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি নতুন করে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া জংশন থেকে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করবে। এর আগে ট্রেনটি বোনারপাড়া থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো।

রেলপথ মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, বোনারপাড়া-দিনাজপুর-বোনারপাড়া সেকশনে আগে চলাচল করা রামসাগর ট্রেনের (৫৯/৬০) রুট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করে পুনরায় চালুর জন্য লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী পরিচালনার জন্য অনুমোদন করা হলো।

নতুন সময়সূচি অনুযায়ী, রামসাগর এক্সপ্রেস (৫৯) ভোর সাড়ে ৫টায় বোনারপাড়া থেকে যাত্রা শুরু করে দুপুর ২টা ৫০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর রামসাগর এক্সপ্রেস (৬০) বিকেল ৫টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে যাত্রা করে রাত ১টায় বোনারপাড়া জংশনে পৌঁছাবে।

২০১২ সালের ২৪ আগস্ট হঠাৎ করে কোনো নোটিশ ছাড়াই রেল কর্তৃপক্ষ গাইবান্ধা থেকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ করে দেয়। সেই থেকে ট্রেনটি চালুর দাবিতে নানা আন্দোলন করে আসছিল স্থানীয়রা।