- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩০
আগামী শনিবার এসকেএস স্কুল এ্যান্ড কলেজ মাঠে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
নিজস্ব প্রতিবেদক ►
"হারিয়ে যাই এই শীতে, মজাদার পিঠার স্বাদে" এই স্লোগানকে সামনে রেখে এসকেএস স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় স্কুল মাঠে বাহারি ডিজাইনের পিঠা নিয়ে উৎসবে মেতে উঠবেন প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকরা। পাশাপাশি উৎসবে যোগ দিবেন জেলার নানা বয়সী মানুষজন।
উৎসবে তাঁদের আপ্যায়নে নকশি পিঠা, কুশলী, ভাপা, দুধ পিঠা, নারকেল পিঠা, গোলাপ পিঠা, পাটিসাপটাসহ আরও কত কি। পিঠার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজন করা হয়েছে এসকেএস স্কুল এ্যান্ড কলেজের পক্ষ থেকে, এমটিই জানালেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: আব্দুস সাত্তার।