- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৪-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০১
আগস্ট এলেই স্বাধীনতাবিরোধী হত্যাকারীদের দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে-প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি
মহিমাগঞ্জ প্রতিনিধি ►
স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আজও চলছে। বরং আগস্ট এলেই তাদের হত্যা ও দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। তাই এদের হাত থেকে রক্ষা পেতে এবং দেশের উন্নয়ণ অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিতে হবে। মহান মুক্তিযুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত মহিমাগঞ্জের তিন শহীদ এমাদ উদ্দিন আকন্দ, আবদুস সোবহান আকন্দ ও আব্দুল কাদের সরকারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় তাদের ৫২ তম শাহাদত দিবসের সন্ধ্যায় মহিমাগঞ্জ ডাকবাংলোর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে ও বীর মুক্তিযোদ্ধা প্লাটুন কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, শিল্পপতি নাজির হোসেন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আবু সুফিয়ান মন্ডল প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল ওয়াহেদ বিএসসি, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্য নূরুল ইসলাম সরকার, তাজুল ইসলাম সরকার, জাহিদুল ইসলাম আকন্দ প্রমূখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ৩ আগস্ট দেশীয় স্বাধীনতাবিরোধীদের চক্রান্তে পাকিস্তানী হানাদার কর্তৃক সাবেক পঞ্চায়েত প্রধান এমাদ উদ্দিন আকন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান আকন্দ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের সরকারকে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার অভিযোগে হত্যা করে একই কবরে মাটিচাপা দেয়ার ঘটনার স্মরণে বক্তব্য রাখেন।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন এবং শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়