• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৯

আওয়ামী লীগ ও বিএনপিকে শুক্রবার সমাবেশের অনুমতি



মাধুকর ডেস্ক►

২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগের তিন ভাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। বক্তব্যের শুরুতেই বড় দলগুলোকে কর্মদিবসে সমাবেশ না করার সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান তিনি।

এর আগে বুধবার (২৬ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশের ভেন্যু নিয়ে দিনভর চলে নাটকীয়তা।  রাতে বিএনপি একদিন পিছিয়ে শুক্রবার নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানায়। কিছু সময় পর আওয়ামী লীগও সমাবেশ পিছিয়ে দেয়। দুই বৃহৎ দলের সমাবেশ নিয়ে রাজনীতিতে উত্তাপ বিরাজ করছে।