• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-১-২০২৩, সময়ঃ রাত ০৭:১০

আইসএর সাংস্কৃতিক অনুষ্ঠান



নিজস্ব প্রতিবেদক ►

ইন্সটিটিউট অব কালচার এন্ড এডুকেশন-আইস্, গাইবান্ধার আয়োজনে বিজয়ের অনুষ্ঠান‘ আমাদেরও আছে সত্যেও মতো গান’। আবৃত্তি আর নৃত্যেও মধ্য দিয়ে এক ঘন্টার একটা পরিবেশনা শনিবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। 
কুয়াশা ঘেরা সন্ধ্যায় পৌর শহীদ মিনার চত্বর হয়ে ওঠে সাংস্কৃতিক কর্মীর্দে এক মিলনমেলা। আলোচনা, গান আর নৃত্য ছিলো এই অনুষ্ঠানের প্রধান অংশ। কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার বিশিষ্ট আবৃত্তিকার মোহাম্মদ আমিন।

অন্যান্য আবৃত্তিকারদের মধ্যে ছিলেন সোহেল রানা, শাহানাজ আমিন মুন্নী, খন্দকার মাকসুদুল মাহাবুব মীম, খন্দকার জান্নাতুল ফেরদৌস জীম। নৃত্য পরিবশন করেন তাথৈ, লাবিবা, সীন এবং অংকিতা। জনপ্রিয়সঙ্গীত শিল্পী চুনি ইসলাম এর কিবোর্ডের বাদন ছিলো কবিতা আবৃত্তি শিল্পীদের অন্য রকম অলংকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাড. সৈয়দ শামস্- উল আলম হীরু এবং বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক নওশের আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন অভিনন্দন আবৃত্তিচর্চা কেন্দ্রের পরিচালক ও বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ দাশ দেবু, নাট্যজন শাহ আলম বাবলু, মোকাররম হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহানাজ আমিন মুন্নী।