• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪৮

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে সাঘাটায় বিক্ষোভ



সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাইবান্ধার সাঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) জুম্মার নামাজ শেষে সাঘাটায় উপজেলা কেন্দ্রেীয় জামে মসজিদের মুসল্লী ও  সাধারণ শিক্ষার্থীরা সাঘাটা উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বোনারপাড়া চার মাথায় এসে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ওলিউর রহমান, বোনারপাড়া  ইউনিয়ন সভাপতি জাহিদ হাসান, যুব জামায়াতের নেতা শরিফুল ইসলাম শিপন  ও আরিফুল ইসলাম ।

বক্তরা, চট্টগ্রামে ইসকন নিষিদ্ধ ও সমর্থকদের সন্ত্রাসী হামলায় সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা, ধর্মীয় উপাসনালয় (মসজিদ) ভাঙচুর ও আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার  করে শাস্তি দাবি করেন।