• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-২-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৩২

অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় হস্তশিল্প প্রশিক্ষণ শুরু



নিজস্ব প্রতিবেদক

অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধায় সপ্তাহব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ শুরু করেছে এসকেএস ফাউন্ডেশন।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার কুপতলা আব্দুল কাউয়ুম উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো।

এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণে সহযোগিতা করছে রংপুরের পায়রাবন্দের রোকেয়া কারুশিল্প।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন কুপতলা আব্দুল কাইয়ুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মাহমুদা খাতুন ও সহকারী শিক্ষক হাসান মোহাম্মদ সালেহ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসকেএস ফাউন্ডেশনের পাবললিক রিলেশন সমন্বয়কারী আশরাফুল আলম।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন রংপুরের পায়রাবন্দের রোকেয়া কারুশিল্পের স্বত্ত্বাধিকারী রেজাউল করিম, কর্মী মানিক মিয়া ও আরজুমান আক্তার, এসকেএস ফাউন্ডেশনের সহ-সমন্বয়কারী (প্রশিক্ষণ) মঞ্জুশ্রী দাশ ও সংস্থার রেইজ প্রজেক্টের লাইফ স্কিল অফিসার মাসুদ পারভেজ।

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনু বিভাগ) মো. নাজমুছ সাদাত সেলিম এর নির্দেশনায় এনজিও বিষয়ক ব্যুরোর অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস এবং এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন এর পরামর্শে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

প্রশিক্ষণের উদ্দেশ্য স্থানীয় অসচ্ছল নারীদের হস্তশিল্পের ওপর দক্ষতা বৃদ্ধি এবং তৈরিকৃত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে আয়মূলক কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের আত্বনির্ভরশীল করা। প্রাথমিক পর্যায়ে দুই ব্যাচে ৩২ জন নারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।