• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৪

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পদ্মরাগ কমিউটার



পীরগাছা (রংপুর) প্রতিনিধি ►

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনের অদূরে বালু বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি। এ সময় ট্রলিটির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে চালকের পা মারাত্মকভাবে জখম হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি প্রায় পৌণে এক ঘন্টা পীরগাছা স্টেশনে আটকা পড়ে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পীরগাছা স্টেশনের অদূরে অনন্তরাম (উঁচাপাড়া) নামক স্থানে ১১১ নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সান্তাহার থেকে ছেড়ে আসে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি। বেলা সাড়ে ১১টার দিকে পীরগাছা স্টেশনের অদূরে অনন্তরাম (উঁচাপাড়া) এলাকায় পৌঁছালে একটি ট্রলি রেলগেট পার হওয়ার চেষ্টা করলে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ট্রলিটির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ট্রলি চালক গুরুতর আহত হয়। ট্রেনের ইঞ্জিনের ইয়ার সিলিন্ডার ও তেলের ট্যাংক ফুটো হয়ে যায়। পা দানি ভেঙে যায়। পরে ট্রেনটি পীরগাছা স্টেশনে নেয়া হয়। সেখানে এয়ার সিলিন্ডার ও তেলের ট্যাংক হালকা মেরামত করে দুপুর পৌণে ১টার দিকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। আহত ট্রলি চালক রিপন মিয়া(১৬) বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রেলগেট এলাকার লোকজন জানান, ১১১ নম্বর রেলগেটসহ অনেক গেটে গেটম্যান নেই। ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে।

পীরগাছা স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, পীরগাছা স্টেশনে লালমনি এক্সপ্রেসের সঙ্গে পদ্মরাগের ক্রসিং ছিল। ফলে স্টেশনে প্রবেশের আগে ট্রেনটি ধীরগতিতে আসছিল। উঁচাপাড়া রেলগেটে ট্রেন প্রবেশের আগ মুহূর্তে ট্রলিটি পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এতে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেন ও ট্রলি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।