- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:২৪
অবশেষে ঢাকায় আইসিসি বিশ্বকাপ ট্রফি
মাধুকর ডেস্ক►
প্রতীক্ষার অবসান হলো অবশেষে। ক্রিকেট বিশ্বকাপ ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে। রবিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ট্রফিটি নিয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একদিনের বিশ্বকাপ ক্রিকেটের ৫০ বছর পূর্তিতে এবার বেশি দেশে ট্রফি প্রদক্ষিণ করবে। বিমানবন্দর থেকে বাক্স মোড়ানো অবস্থায় বিশ্বকাপ ট্রফিটি নিয়ে যাওয়া হবে হোটেলে।
আজ সোমবার (৭ আগস্ট) দুপুরে বিশ্বকাপ ক্রিকেট ট্রফিটি নেয়া হবে পদ্মা সেতুতে। সেখানে একটি ফটোসেশনের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) বিশ্বকাপ ট্রফি নেয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে জাতীয় দলের বর্তমান ও সাবেক খেলোয়াড়, বিসিবি পরিচালক, কর্মকর্তা, কোচিং স্টাফরা ট্রফি দেখার ও পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাবেন।
৯ আগস্ট বুধবার সকাল থেকে ক্রিকেট অনুরাগীদের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। ওই দিন রাতেই বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে।
চলতি বছরের ৫ অক্টোবর ভারতে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবার বিশ্ব ভ্রমণে বেশি দেশ ঘুরছে বিশ্বকাপ ট্রফিটি। স্বাগতিক ভারত থেকে যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে বাংলাদেশে এসেছে ট্রফিটি।