- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১০-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:৪০
অপপ্রচারের প্রতিবাদে গোবিন্দগঞ্জের শালমারা ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
ফেয়ার প্রাইসের ১৫টাকা কেজি চালের কার্ড অনলাইন বিষয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের ১৭নং শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান আনিস। সোমবার বিকেলে বাইগুনী গ্রামের নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, বিগত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলীর বাড়ির নিকট ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত হওয়ায় পেশিশক্তির মাধ্যমে তিনি ভীতির পরিবেশ সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রমে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। তিনি ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ভিজিএফ এর কার্ডধারীদের নামেও ফেয়ার প্রাইসের কার্ড ইস্যু করেন। পরবর্তীতে তা অনলাইন করার সময় বিষয়টি ধরা পড়ে। সরকারি বিধিমোতাবেক ভিজিএফ এবং ভিজিডি’র কার্ডধারীদের নামে ফেয়ার প্রাইসের কার্ড দেয়ার সুযোগ নেই। এ সমস্যার কারণে এখনও শতাধিক ফেয়ার প্রাইসের কার্ডধারীর তথ্য অনলাইন করা সম্ভব হয়নি। ইউপি সদস্যরা টাকার মাধ্যমে নতুন কার্ড দেয়ার যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা।
তিনি আরও বলেন, পূর্বের অনিয়মের কারণে সৃষ্ট জটিলতাকে কাজে লাগিয়ে পরাজিত ইউপি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী ও তার সহযোগিরা সামাজিক যোগাযোগের মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বর্তমান পরিষদের কাজ বাধাগ্রস্থ করার অপচেষ্টা চালাচ্ছেন। এবিষয়ে সকলকে সতর্ক থেকে বিভ্রান্ত না হওয়ার আহŸান জানান।