- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:২৬
অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পূর্নমিলনী অনুষ্ঠান
মাধুকর ডেস্ক ►
অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পূর্নমিলনী অনুষ্ঠান। আজ রবিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের ইনডোর অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা আঞ্চলিক প্রধান এজিএম মোজাফ্ফর হোসেন। অবসরপ্রাপ্ত এজিএম, জাহাঙ্গীর কবির তনু এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত ডিজিএম এম হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত ডিজিএম এবিএম গোলাম হাফিজ, অবসরপ্রাপ্ত ডিজিএম লুৎফর রহমান, আইয়ুব আলী মিয়া, এবিএম গোলাম হাফিজ, শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, অবসরপ্রাপ্ত এজিএম একেএম হামিদুর রহমান, অবসরপ্রাপ্ত এজিএম একেএম শামসুজ্জামান, মাজেদুর রহমান।
গাইবান্ধা জেলার দুই শতাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী অংশ নেন এই আয়োজনে। আলোচনা, স্মৃতিচারণ, প্রয়াত তিন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, মধ্যাহ্নভোজ এবং দোয়া মাহফিলের মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে প্রতি বছর এভাবে একত্র হওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি হয়।