- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০০
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মাঝে ঢেউটিন, চেক ও চাল বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ►
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে ঢেউটিন, টাকার চেক ও চাল প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে এসব তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর গ্রামের ৩ জন, কিসামত ডাঙ্গী এলাকার ১ জন, বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর ১ জন, দক্ষিণ সোনাখুলীর ১ জন এবং শ্বাষকান্দর ভুল্লাপাড়ার ৬ জনকে ত্রাণ সহায়তা দেয়া হয়।
প্রত্যেক পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২ বাণ্ডিল ঢেউটিন, নির্মান খরচ বাবদ ৬ হাজার টাকার চেক ও ২০ কেজি করে চাল দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম।