• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২২

Community based Resilience, Women’s Empowerment and Action (CREA) প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার ফুলছড়িতে “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের উপজেলা পর্যায়ে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন সরকারের আর্থিক সহায়তায় এসকেএস ফাউণ্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। 

ফুলছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হুকুম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঞ্জুয়ারা, ফুলছড়ি থানার ওসি মোঃ রজব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ পাপিয়া সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মিন্টু মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী, এসকেএস ফাউণ্ডেশনের জিসিপিএস সমন্বয়কারী উম্মে কুলসুম ইলা, ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মোছাঃ লাভলী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য, শিক্ষক, ইউপি সদস্য, সুশীল সমাজ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। 

ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মোছাঃ লাভলী খাতুন প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন উক্ত প্রকল্পের সময়সীমা ১লা মার্চ ২০২৩ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ৩ বছর ৪ মাস। এই প্রকল্পের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি ও নারী নেতৃত্বের সক্ষমতা তৈরি। তিনি আরও বলেন, ক্রিয়া প্রকল্পটি ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়নের প্রত্যক্ষ ১ হাজার ৬২০টি পরিবার এবং পরোক্ষ ৫ হাজার ৬২২ টি পরিবার নিয়ে কাজ করবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের বাড়িঘর, জমি, সম্পত্তি এবং জীবিকা হারিয়ে দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে মূলত তাদের নিয়ে কাজ করছে ক্রিয়া প্রকল্প। জীবনমান উন্নয়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্য বিবাহ হ্রাস ও জলবায়ু পরিবর্তন এই চারটি বিষয়ের উপর গুরুত্বারোপ করে ক্রিয়া প্রকল্প।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ ক্রিয়া প্রকল্পের সফলতা কামনা করে বলেন, উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে তিনি আরো বলেন-প্রকল্পটি বাস্তবায়িত হলে জলবায়ু পীড়িত এ অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সাথে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের পথ সুগম হবে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আনিসুর রহমান, তাঁর সমাপণী বক্তব্যে বলেন- ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটির কার্যক্রমকে গতিশীল করার জন্য তিনি জোরালো ভ’মিকা রাখবেন এবং প্রকল্পটির কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্তক সহায়তা প্রদান করবেন।